• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষার্থীদের জন্য করা প্রশ্নে শিক্ষকদের ফেল!

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১২:৫১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

ছয় বছর বয়সী বাচ্চাদের জন্য নেওয়া পরীক্ষায় ফেল করলেন হাজারো স্কুল শিক্ষক ও শিক্ষিকা। বাচ্চাদের এই পরীক্ষায় ফেল করে চাকরি হারাচ্ছেন ওইসব শিক্ষক। বিচিত্র এ ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশে কাদুয়ানাতে।

কাদুয়ানা রাজ্যের গভর্নর নাসির এল রুফাই বিবিসিকে জানান, ছয় বছর বয়সী বাচ্চাদের জন্য নেওয়া পরীক্ষায় ফেল করেছেন ২১ হাজার ৭৮০ জন শিক্ষক-শিক্ষিকা। প্রায় দুই-তৃতীয়াংশই সেখানে আশানুরূপ ফল করতে ব্যর্থ হয়েছেন। অবশ্য শিক্ষকদের পাস নম্বর ৩৩ ধরা হয়নি। তাদের জন্য ধরা হয়েছিল ৭৫ শতাংশের বেশি নম্বর- যেটা শিক্ষকদের জন্য খুবই স্বাভাবিক ও আয়াসসাধ্য একটা টার্গেট। কিন্তু সেখানে ফেল করে বসে দুই-তৃতীয়াংশ শিক্ষক-শিক্ষিকা! 

রাজ্যের গভর্নর ঘোষণা দেন, বাতিল হওয়া শিক্ষকদের স্থলে আরও নতুন ২৫ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে। 

আফ্রিকার দেশটিতে শিক্ষার মানোন্নয়ন করার জন্য বিশ্ব ব্যাংকের সাথে একটি প্রকল্প পরিচালনা করা হচ্ছে। রাজনৈতিক বিবেচনা, স্বজনপ্রীতিসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বেশিরভাগ শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন বলে অনুসন্ধানে বেড়িয়ে আসে। সেজন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যাচ্ছিল না। রাজ্য সরকার ও বিশ্বব্যাংক মিলে ছয় বছরের বাচ্চাদের জন্য বানানো প্রশ্ন নিয়ে শিক্ষকদের পরীক্ষা নেয়। তখনই বের হয়ে আসে শিক্ষাক্ষেত্রে নাইজেরিয়ার এই ভয়ানক অবস্থার চিত্র।

সর্বাধিক পঠিত