আওয়ামী লীগের উপকমিটিতে চার উপাচার্য
আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটিতে সদস্য পদে স্থান পেয়েছেন চার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান।
সোমবার ৪৯ সদস্যের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপকমিটির একটি খসড়া তালিকা প্রকাশ হয়, এতে এই চার উপাচার্যের নাম রয়েছে।
কমিটিতে স্থান পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহম্মদ নুরুল্লাহ ও আবুল কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. জাকিয়া পারভীন ও জুনায়েদ হালিম, সংসদ সদস্য আফসারুল আমিন, আবদুল কুদ্দুস, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, মেরিনা জাহান কবিতা, শিক্ষক নেতা শাজাহান আলম সাজু, সাবেক ছাত্রলীগ নেতা সরদার মাহমুদ হাসান রুবেল প্রমুখ।