ছয়শ’ যাত্রীর বিমানের অল্পের জন্য রক্ষা! (ভিডিও)
ঝড়ের প্রবল বাতাসে দুলে দুলে রানওয়েতে অবতরণ করলো বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান। একটুর জন্য বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমানের যাত্রী ও ক্রুরা। অবতরণের সময়ে বেশ কয়েকটি লাফ দিয়েছে ডাবল ডেকের বিমানটি। প্রায় ৬০০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন বিমানটি রানওয়েতেও বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারতো।
বিমানের ভেতরে থাকা যাত্রী ও নাবিকদের কী অবস্থা ছিল সেটা বলাই বাহুল্য। নিশ্চিত মৃত্যুর কাছ থেকে ফিরে আসা বিমানের যাত্রীরা অবশ্যই হাফ ছেড়ে বেঁচেছেন নিরাপদ অবতরণের মাধ্যমে।
তবে বিমানের অবতরণের সেই দৃশ্যটি ক্যামেরায় ধারণ করা হয়েছিল। অনলাইনে শেয়ার করার পর ভাইরাল হয়ে ঘুরছে ওয়ালে ওয়ালে। শেয়ার করার পর এটি এখন পর্যন্ত প্রায় এক কোটি বার দেখা হয়েছে।
ইউটিউবে ভিডিওটি আপ করা আপলোডার পাইলটদের প্রশংসা করেছেন। তাদের নিপুণ দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা থেকে বিমানটিকে রক্ষা করেন বলে জানান।
আল-আরাবিয়া জানায়, গত ৫ অক্টোবর এমিরেটস ইকে ৫৫ বিমানটি জার্মানির দুসেলদর্ফ বিমানবন্দরে অবতরণ করতে গেলে এই ঘটনাটি ঘটে।