• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হঠাৎ শীর্ষ নেতাদের বৈঠক স্থগিত করল ২০দল

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১৫:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিএনপি নেতৃত্বাধীন ২০দলের শীর্ষ নেতাদের পূর্বঘোষিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির বৈঠকটি স্থগিত করার কথা ঢাকাটাইমসকে জানিয়েছেন।

যদিও কী কারণে আজকের বৈঠকটি স্থগিত করা হয়েছে তা জানাননি তিনি। শায়রুল কবির বলেন, অনিবার্য কারণে আজ  সন্ধ্যা সাড়ে ৬টার পূর্ব নির্ধারিত ২০ দলীয় জোটের বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরে যে কোনো সময়ে এ বৈঠক ডাকা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে সভাপতিত্ব করার কথা ছিল।

সর্বাধিক পঠিত