• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এক বোতল পানির দাম ৬৫ লাখ রুপি!

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১০:৩০
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

এক বোতল পানির ৬৫ লক্ষ রুপি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক পানির বোতল বাজারে ছেড়েছে আমেরিকার বেভারলি হিল্‌স ড্রিঙ্ক সংস্থা এবং আগামি বছর থেকে এ দামে ভারতে বিক্রি হবে তা।

এ পানির কী এমন বৈশিষ্ট্য আর কারণে বিপুল পরিমান অর্থ দিয়ে তা পান করতে হবে। জানা গেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৫০০০ ফিট উঁচু  এক পাহাড়ের চূড়া থেকে সংগ্রহ করা হয় এ পানি। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে, পানির বোতলের সাথেই সংযুক্ত আছে সাড়ে আট শত মূল্যবান হীরা।

পানির স্বাদের সাথে মূল্যবান হীরাই এ পানির বোতলের দাম বাড়িয়ে দিয়েছে মূলত। পানির স্বাদ সম্পর্কে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি জন গ্লাক জানান, 'এ পানির স্বাদ 'রেশমের মতো মোলায়েম, নরম এবং অত্যন্ত হালকা।'

বোতলের নকশা করা হয়েছে অত্যন্ত ব্যয়বহুলভাবে। বিশ্বখ্যাত নকশাকার দ্বারা এতে খচিত হয়েছে স্বর্ণ ও হীরা। প্রতিটি বোতলে রয়েছে স্বর্ণের তৈরি ঢাকনা, যার মধ্যে বসানো হয়েছে ৬০০টি সাদা হীরা ও ২৫০টি কালো হিরে। মোট ১৪ ক্যারাট হিরে ব্যবহার করা হয়েছে প্রতি বোতলে। তবে উচ্চমূল্যে কিনতে সামর্থ্যবান না এমন ভোক্তারা চাইলেও এ পানি সংগ্রহ করতে পারবেন। তাদের জন্য ৫০০ মিলি বোতলের দাম রাখা হয়েছে ১০০ রূপি।

বিভারলি হিলস নাইন্টিনএইচটুও নামের এ পানীয় বোতলের ডায়মন্ড সংস্করণটি কিনলে এক বছর ধরে ক্রেতাদের বিনামূল্যে দেয়া হবে এ বিশেষ পানি।  

সর্বাধিক পঠিত