বুধবার সারাদেশে বিএনপির বিক্ষোভ
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৭, ১৭:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারাদেশে বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম, হাবিব উন নবী খান সোহেল, মুনির হোসেন, কাজী আবুল বাসার, আমিনুল ইসলাম প্রমুখ।