• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুঁজিবাজারে ব্যাপক দরপতন

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৪:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দরপতনের প্রভাবে বড় ধরনের ধস নেমেছে দেশের দুই পুঁজিবাজারে।

সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার বেলা ১টা ৫মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৬ পয়েন্টের বেশি; লেনদেন হয়েছে ৫৯০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। 

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৬১ পয়েন্টের বেশি কমেছে; লেনদেনে হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। 

শেয়ারবাজারে নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগ অব্যাহত রাখায় সরকারি-বেসরকারি খাতের ৭ ব্যাংককে বাংলাদেশ ব্যাংক বড় অংকের জরিমানা করেছে বলে রোববার খবর বের হয়।

সোমবার সকাল থেকেই ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির সবগুলোর দর ৩ থেকে ৫ শতাংশ পড়ে যায়।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক বাংলাদেশ। সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এনবিএল ও আইএফআইসি।

সর্বাধিক পঠিত