• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঢাবি অধিভুক্ত কলেজের ফলাফল জটিলতায় আমরা দুঃখিত: শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৫:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির অভাব ও গাফিলতির কারণে অধিভুক্ত সাতটি কলেজের চতুর্থ বর্ষের ফল প্রকাশে দেরি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সকালে রাজধানীর মতিঝিলে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সমস্যা সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এই বিষয়ে আমার নিয়মিত কথা হচ্ছে। তিনি বলেছেন উপ উপাচার্য থাকার সময় এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। এখন তিনি সবার সঙ্গে আলোচনায় বসেছেন। তারা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন।

তিনি আরো বলেন,  আমি প্রিয় শিক্ষার্থীদের বলতে চাই এই সমস্যা সৃষ্টির জন্যে আমরা খুবই দুঃখিত। নিজের উপর আর কষ্ট নিয়েন না আপনারা। একটু অপেক্ষা করুন দ্রুত সমাধান হবে।

সর্বাধিক পঠিত