• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন পুঁজিবাজারে

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৩:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ব্যাংক খাতের দাপটে গত সপ্তাহের চাঙ্গাভাব অব্যাহত রেখে উর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্টের বেশি; লেনদেন হয়েছে ৪৭৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। 

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্টের বেশি বেড়েছে; লেনদেনে হয়েছে প্রায় ২০ কোটি টাকা। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে, যা মোট লেনদেনের অর্ধেকের বেশি।

২ থেকে ৫ অক্টোবর পুরো সপ্তাহে ব্যাংক খাতে প্রতিদিন গড়ে ৪৬৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যেখানে প্রতিদিন গড়ে ৯১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল। শতকরা হিসাবে ডিএসইতে মোট লেনদেনের ৫২ শতাংশই হয়েছে ব্যাংক খাতে। 

রোববার সকাল থেকেই ব্যাংক খাতে তেজি ভাব দেখা যায়। দাম বাড়া পাশাপাশি দুই বাজারের লেনেদেনে শীর্ষ স্থান দখল করে রেখেছে ব্যাংক খাত। ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- ইসলামী ব্যাংক, এনবিএল, লংকাবাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ইউসিবি, প্রাইম ব্যাংক, বেক্সিমকো ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক।

সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- ইসলামী ব্যাংক, এনবিএল, আমরা নেটওয়ার্ক, আইএফআইসি, এক্সিম ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউসিবি, লংকাবাংলা ফাইন্যান্স, ফুয়াং ফুড, বেক্সিমকো ফার্মা। 

চার কাযদিবস আগে তালিকাভুক্ত হওয়া আমরা নেটওয়ার্কের শেয়ারের দর ‘অস্বাভাবিক’ বাড়তে থাকায় এর পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনও তথ্য আছে কি না তা জানতে চেয়েছে ডিএসই। জবাবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনও তথ্য তাদের কাছে নেই। 

এদিকে বেক্সিমকো ফার্মা নুভিস্তা ফার্মা কিনে নিচ্ছে-এ খবরে ব্যাংকটির শেয়ার লেনদেনে বেড়েছে। বেশ কিছুদিন পর লেনদেনের শীর্ষ দশে ঢুকে পড়েছে বেক্সিমকো ফার্মা।

সর্বাধিক পঠিত