‘খালেদা জিয়ার সময় অন্ধ থাকা চোখটা শেখ হাসিনার সময় খুলে যায়’
প্রায় দুইমাস আগে খালেদা জিয়া যখন লন্ডনে যান,সময়টা ছিল সন্ধ্যা ৬টা। বিকেল সাড়ে ৩ টা থেকে বিমানবন্দর সড়ক পুরাটাই ছিল নেতাকর্মীদের দ্বারা ব্লক করা।বিষয়টা এমন না যে লক্ষ লক্ষ নেতা কর্মী ছিল, ২/৩ হাজার নেতাকর্মী পুরা রাস্তাটা এলোপাথাড়িভাবে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বন্ধ করে রেখেছিলো।ওই দুর্বিসহ যানজট মধ্যরাত পর্যন্ত ছিল।
তখন তাহাদের চোখ অন্ধ ছিল। তারা যানজট দেখেনি,কোনো এম্বুলেন্স দেখেনি,জনগণের কোনো ভোগান্তি দেখেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের সংবর্ধনা টি ছিল খুবই সুশৃঙ্খল। লাখ লাখ নেতাকর্মী ছিল ফুটপাতে।প্রধানমন্ত্রী আসার ১০মিনিট পরই রাস্তার যান চলাচল ছিল স্বাভাবিক। কিন্তু কিছু লোক বিপ্লবী হয়ে গেলেন, জনদরদী হয়ে গেলেন।যেন দেশের জনগণের ভালোমন্দের একমাত্র জিম্মাদার তারাই।
খালেদা জিয়ার সময় অন্ধ থাকা চোখটা শেখ হাসিনার সময় খুলে যায়। ইহা সত্য যে, অন্ধ পশ্চাদপদ জাতিকে আলোর পথে বঙ্গবন্ধু কন্যাই নিয়ে এসেছেন। তবে এই গোষ্ঠীটি জন্মান্ধ। ওনারা শুধু শেখ হাসিনারই সমালোচনা করেন।কারণ এই জন্মান্ধরা মনে করেন,বঙ্গবন্ধু কন্যার গীবত করতে পারলেই জাতে উঠা যায়।