• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্বর্ণের দোকানে ডাকাতি, ইউপি মেম্বার গ্রেফতার

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ০০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কেরানীগঞ্জে জিনজিরার গোবিন্দ জুয়েলার্সে ডাকাতির ঘটনায় পটুয়াখালী থেকে এক সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত স্বপন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা আমড়াগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার। শনিবার তাকে ঢাকার আদালতে হাজির করলে সে ডাকাতির ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের ৯ সেপ্টেম্বর রাতে বোমা ফাটিয়ে একদল ডাকাত গোবিন্দ জুয়েলার্স থেকে ৭০ ভরি স্বর্ণ, ৪০ ভরি রুপা ও নগদ ৬০ হাজার লুট করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। তারা ডাকাতির ঘটনা স্বীকার করে জড়িত অন্যদের নাম জানায়। সেই অনুযায়ী পটুয়াখালীতে অভিযান চালিয়ে স্বপন মেম্বারকে গ্রেফতার করা হয়।

সর্বাধিক পঠিত