• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘ওর শিক্ষা কেমন তা কথাতেই বোঝা যাচ্ছে’

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ০০:১১ | আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ০১:০৯
বিনোদন ডেস্ক
প্রিন্ট

কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর ওপর ব্যাপক চটেছেন টালিগঞ্জের আরেক রুপবতী শুভশ্রী গাঙ্গুলি। যদিও মুখের ভাষায় তার কিছুই বুঝার উপায় নেই। হাসি মুখেই তিনি ধুয়ে দিয়েছেন মিমিকে। কলকাতার দৈনিক আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাতকারে মিমির উদ্দেশে শুভশ্রী বলেন, ওর শিক্ষা কেমন, তা ওর কথা থেকেই বোঝা যাচ্ছে।

সম্প্রতি শুভশ্রীকে অশিক্ষিত, ক্লাসলেস বলেছেন মিমি। এপ্রসঙ্গে শুভশ্রী বলেন,ওর কথা শুনে আমার হাসি পাচ্ছে। আই অ্যাম ফিলিং ভেরি সরি ফর হার। মনে হয়, শি ইজ ভেরি ফ্রাসট্রেটেড। সে জন্যই আর একজন মানুষ সম্পর্কে এ ধরনের কথা বলতে পারে। ওর শিক্ষা কেমন, তা ওর কথা থেকেই বোঝা যাচ্ছে। আমি ওকে কখনই কোনো খারাপ কথা বলতে পারি না, কারণ এই শিক্ষাটা আবার আমার নেই। আমি কনভেন্ট এডুকেটেড নই। খুব বেশি পড়াশোনাও করিনি। বর্ধমানের সাধারণ পরিবারের মেয়ে। কিন্তু সেখানে আমাকে মানুষকে সম্মান দিতে শেখানো হয়েছে। বিশেষ করে যাকে চিনি না, জানি না, রেগে গিয়ে তার সম্পর্কে কখনই ভুলভাল কথা বলে দিতে পারব না। সবাইকে সম্মান করি বলেই ইন্ডাস্ট্রিতে ছোট থেকে বড় সবাই আমাকে ভালোবাসে।

তিনি আরও বলেন, আমি মিমিকে ফলো করি, লুজার এই সব কথা যখন শুনেছি, খারাপ অবশ্যই লেগেছে। আমার এতগুলো হিট ছবি রয়েছে এবং আমি তো বেসিক্যালি ওর চেয়ে ইন্ডাস্ট্রিতে সিনিয়র। এ সবই ভাবছিলাম... ও যখন সিরিয়াল করা শুরু করে, তখন আমার ‘খোকাবাবু’ সুপারহিট। আমি সিরিয়াল তখন দেখতাম না। সরি মিমি, তখন তোমাকে ‘ফলো’ করা হয়নি। এমনি-এমনি ছবিটা হিট হয়ে গিয়েছে। তার পর ‘খোকা ৪২০’ সুপারহিট হয়। তখনও ‘বাপি বাড়ি যা’ ছবিটা আমার দেখা হয়নি। ইয়েস আই কোয়াইট লাইক হার। তার জন্য টুইটারে ফলো করি ওকে।

সর্বাধিক পঠিত