• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধানমন্ত্রীকে যা বলে দেশ ছাড়লেন মাশরাফি

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ১৫:৩৭ | আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৫:৩৯
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশ নিতে দেশ ছাড়ার জন্য বিমানে চড়েছেন মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে চার ক্রিকেটার। তবে ঢাকা ত্যাগ করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।শনিবার সকাল সাড়ে ৯টায় প্রায় তিন সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাসহ বিশিষ্ট নাগরিকরা।

এসময় মাশরাফি ফুল দিয়ে তাকে সংবর্ধনা দেন। সঙ্গে উপস্থিত ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।পরে মাশরাফির সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে যোগ দিতে শনিবার সকালে বিমান ধরছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান, অলরাউন্ডার নাসির হোসেন ও নবাগত মোহাম্মদ সাইফ।

এরপর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন মাশরাফি। আজ সকাল ১০.১৫টায় ঢাকা ছাড়েন তিনি। তার সঙ্গে প্রোটিয়া সফরে গেলেন সাকিব আল হাসান, নাসির হোসেন ও সাইফউদ্দিন। দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছাবেন তারা। ৮ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ দলের এই চার ক্রিকেটার।

সকাল সোয়া ১০টার দিকে ফ্লাই এমিরেটস ব্লুমফন্টেইনের উদ্দেশ্যে রওনা হন তারা আর গণসংবর্ধনার পর প্রধানমন্ত্রী রওনা হন গণভবনের দিকে। এসময় বিমানবন্দরের বাইরে প্রধান সড়ক থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে আওয়ামী লীগ এর বিভিন্ন সহযোগী সংগঠন, ১৪ দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।