• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘কে আপনাদের বলেছিল প্রধানমন্ত্রী শর্টলিস্টে আছেন?’

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৭:১৩ | আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৭:১৮
শেখ মারুফা নাবিলা
প্রিন্ট

আপনাদের অতি উৎসাহের কারণে এখন ট্রল কে হচ্ছে? কে আপনাদের বলেছিল প্রধানমন্ত্রী ৩ বা ৫ জনের শর্টলিস্টে আছেন? বিশ্বাসযোগ্য কেউ আপনাকে বলেছিল যে আপাকে ফোনের কাছে থাকতে বলেছে? ১০০% সিউর কোনো সোর্স কি আপনার কাছে ছিল? নাকি কান নিয়ে গেছে চিলে শুনে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড় দিয়েছিলেন?

শুধুমাত্র আপনার অতি উৎসাহের জন্য এখন নোবেল নিয়ে ট্রল করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে। বিশ্বাসযোগ্য কোন ভিত্তি না পেয়ে যেনো-তেনো পোর্টালের নিউজ পরে নিজেদের মান ইজ্জত লুটানোর জন্য আপনার মত সমর্থকই দরকার।

বঙ্গবন্ধু কন্যা যদি নোবেল পান তবে আপনার ফেসবুকে ক্যানভাসিং করা ছাড়াই পাবেন। সকালে বিকালে স্ট্যাটাস মেরে এখন উপহাস শুনতে হচ্ছে আমাদের। কোন কিছু লিখার আগে ভাবুন আপা এবং সংগঠনের উপর কিরূপ প্রভাব পড়বে তারপর তা প্রসব করুন।

(শেখ মারুফা নাবিলার ফেসবুক থেকে)

সর্বাধিক পঠিত