• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ক্রীড়া প্রতিমন্ত্রীর ভাতিজির আত্মহত্যা

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৬:২৯ | আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৬:৪২
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট

যদি কখনও একাকি বোধ কর, তাহলে তুমি চাঁদকে দেখ’- ফেসবুকের টাইম লাইনে জীবন সম্পর্কে অহনা সর্বশেষ এমনই অভিব্যক্তি দিয়েছিলেন। অথচ সেই কিনা জীবন থেকে পালালেন!

হ্যাঁ, অহনা শিকদার স্মিতা (২০) শুক্রবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদারের ভাতিজি এবং মাগুরার বিহারি লাল কলেজের অধ্যক্ষ বিবেক শিকদারের একমাত্র মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, অহনা ভারতে পড়াশোনা করতেন। বৃহস্পতিবারই তিনি মায়ের সঙ্গে দেশে আসেন। এরপর শুক্রবার সকাল ১১টার দিকে বাবা বিবেক শিকদার মেয়েকে অনুশাসন করে কিছু গালমন্দ করেন।

এর কিছুক্ষণ পরই অহনা মাগুরা শহরের নতুন বাজারের বাড়ির দোতলায় একটি ঘরে ফ্যানের সঙ্গে শাড়ি পেচিয়ে ফাঁস নেন। বাড়ির অন্যরা জানতে পেরে দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসক অহনাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সবচেয়ে ছোট মেয়ে হিসেবে সকলের কাছেই অহনা অত্যন্ত প্রিয় ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি তার সহপাঠী, বন্ধু এবং প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত