জাতীয় দলে ফিরছেন আশরাফুল!
প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১৩:১৯ | আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৩:২২
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট
বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার ও রাজপুত্রের নাম মোহাম্মদ আশরাফুল। ব্যাটিং জিনিয়াস এখনো টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসাবে নিজের রেকর্ড অক্ষুণ্ন রেখেছেন। বর্তমান ক্রিকেটের যে অবস্থা তার এ রেকর্ড ভাঙার সম্ভাবনাও খুব কম। তবে খুশির খবর হলো, ম্যাচ ফিক্সিংয়ের সাজা শেষে আনুষ্ঠানিকভাবে আবারো তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুযোগ সুবিধা পেতে শুরু করেছেন।
বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আনুষ্ঠানিভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আবারো ক্রিকেটার হিসাবে মিরপুর ইনডোরে প্রবেশ করেন। সেখানে ফিজিও ট্রেইনারদের সঙ্গে কথা বলে মেশিনে নেট ব্যাটিংও করেছেন। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতকারে আশরাফুল বলেছেন, এটা তার দ্বিতীয় ও শেষ সুযোগ। ভালো খেলেই আবারো জাতীয় দলে ফিরতে চান তিনি।
এদিকে, ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, মোহাম্মদ আশরাফুলকে ঘিরে বড় ধরণের পরিকল্পনাই নিচ্ছে বিসিবি। বিশেষ করে টেস্টে তাকে ফেরানোর জন্য চেষ্টা করা হবে প্রথমে। আগামী ৬ মাসের মধ্যেই এটা সম্ভবও হতে পারে যদি তিনি ভালো পারফর্ম করতে পারেন। এদিকে, আশরাফুল জাতীয় লীগে ৩ টি অর্ধ শতক ও ১ টি দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছেন।