• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাশিয়ায় বিশ্বকাপ শুরুর আগেই স্টেডিয়ামে আগুন

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ০০:৫৩
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট
এক বছর পরেই রাশিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট বিশ্বকাপ। তার আগেই রাশিয়ার Nizhny Novgorod স্টেডিয়ামে অগ্নিকাণ্ড। ৪৫ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে স্থানীয় সময় ১টা ৩০ মিনিট নাগাদ ধোঁয়া বেড়াতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই দমকল এসে পরিস্থিতি আয়ত্তে আনে। বর্তমানে স্টেডিয়ামটিতে চলছিল মেরামতির কাজ। চলতি বছরের শেষে মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মেরামতির দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে, আগুনের ফলে মেরামতির কাজে বাধা পড়বে না। তবে কি থেকে আগুন লেগেছে তা এখনও বোঝা যায়নি। বিশ্বকাপের স্টেডিয়ামে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। এর আগে রাশিয়ার আরও দুটি বিশ্বকাপের আয়োজক স্টেডিয়ামে আগুন লেগেছিল। চলতি বছরের জুন মাসে দক্ষিণ রাশিয়ায় শহর ভ্লোগার্দের স্টেডিয়ামে আগুন লেগেছিল। একই ভাবে অগস্ট মাসে রাশিয়ার সামারার স্টেডিয়ামে আগুন লেগেছিল। ২০১৮ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া। মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোছি ও কাজানসহ ১১টি শহরের ১২ টি স্থানে হতে চলেছে ফুটবলের সবচেয়ে বড় উৎসব।

সর্বাধিক পঠিত