• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেনসিডিলসহ বিজিবির হাতে ধরা খেলেন দুই পুলিশ

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৬:৪৪ | আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৬:৪৫
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট

রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি এলাকায় ১৫ বোতল ফেনসিডিল ফেনসিডিলসহ দুই পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে ওই দুই পুলিশ সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের পবা থানায় সোপর্দ করেছেন বিজিবির সদস্যরা।

আটকরা হলেন- জিয়াউর রহমান ও নাজিম উদ্দিন। তারা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা। দুজনই রাজশাহী জেলা পুলিশ লাইনে কর্মরত।

পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী পূর্বপশ্চিমকে জানান, পুলিশের দুই সদস্যকে ফেনসিডিলসহ আটক করে বিজিবি সদস্যরা থানায় সোপর্দ করেছেন। তারা জেলা পুলিশ লাইনে কর্মরত। আটকদের বিরুদ্ধে পবা থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

মামলায় বলা হয়েছে, ওই দুই পুলিশ সদস্য ফেনসিডিল নিয়ে পবার সোনাইকান্দি এলাকা থেকে রাজশাহী মহানগরীর দিকে আসছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার টহলরত বিজিবি সদস্যরা ফেনসিডিল বহনকারী পুলিশ সদস্যদের চ্যালেঞ্জ করেন। পরে তাদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। এ সময় পুলিশ সদস্য পরিচয় দিয়ে তারা নিজেদের রক্ষার চেষ্টা করেন।

মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সর্বাধিক পঠিত