• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কিছু মানুষকে যৌনসুখ দেয় শপিং

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ০০:১০ | আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ০৯:৪০
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

কথায় বলে টাকা দিয়ে সুখ কেনা যায়না তবে সবসময় এই প্রবাদ সঠিক প্রমান নাও হতে পারে। যেমন ধরুন শপিং, পছন্দের জিনিষ কিনতে কে না ভালোবাসে! সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে,কিছু মানুষ শপিং করা এতই পছন্দ করেন যে তাদের কাছে শারীরিক সম্পর্ক গড়ার চেয়ে শপিং করা বেশি প্রিয়।

সম্প্রতি এবিষয়ে বিষদ ভাবে জানিয়েছে মাইন্ডপ্লে নামক একটি কোম্পানি । কেনাকাটা যারা ভালোবাসে তাদেরকে শপোহলিক বলে এটা আমরা অনেকেই জানি । কিন্তু মাইন্ডপ্লে নামক একটি কোম্পানি কর্তৃক এই গবেষনায় শপোহলিক’কেও ২ ভাগে ভাগ করা হয়েছে।

প্রথম ভাগের শপোহলিকরা শুধু পছন্দের জিনিষ দেখেই খুশি হয় এবং ২য় পর্যায়ের মানুষ পছন্দের জিনিষ কিনেই ফেলে। গবেষণা অনুযায়ী প্রায় ৮৪ শতাংশ মানুষ রয়েছে যারা যেকোন কিছুর থেকে শপিংকে বেশি সুখকর মনে করে। 

সূত্র: ইনডিপেনডেন্ট

সর্বাধিক পঠিত