• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেনীর এমপির স্ত্রীর রোগমুক্তিতে যুবলীগের কর্মসূচি

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৮:৫১
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুর জাহান বেগম নাসরিনের রোগমুক্তি কামনায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা যুবলীগ। বুধবার সকালে জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবীর রতন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কর্মসূচিতে ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলার সকল উপজেলা ও পৌরসভায় যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে। ৭ অক্টোবর শনিবার বিকালে জেলার সকল ইউনিয়নে  দোয়া ও মিলাদ এবং পরদিন ৮ অক্টোবর একই সময়ে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

সম্প্রতি নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুর জাহান বেগম নাসরিন অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে ঢাকায় ও পরবর্তীতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সর্বাধিক পঠিত