• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উন্নয়ন এবং শান্তির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই: নাসিম

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৬:১৮
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

উন্নয়ন এবং শান্তির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী নির্বাচনেও সর্বস্তরের জনগণের প্রতি নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই। সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে। কারো অযৌক্তিক দাবী মেনে নেবারও সুযোগ নেই।

সোমবার রাতে তিনি তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা ও বেজগাতি বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পৃথক দু’টি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

পৃথক জনসভায় তিনি রোহিঙ্গা সংকট, জঙ্গি দমন এবং দেশের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। যমুনার ভাঙ্গন থেকে সিরাজগঞ্জ কাজীপুর রক্ষায় সম্প্রতি ৪ শ ৬৫ কোটি টাকার পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প একনেক বৈঠকে অনুমোদিত হওয়ায় তিনি জনসভায় তার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। এই প্রকল্প বাস্তবায়নে এলাকার জনগণেরও সহযোগিতা কামনা করে বলেছেন-আওয়ামী লীগ ছাড়া এ অঞ্চলের উন্নয়নের কোনো বিকল্প নেই। 

ফুলকোচা প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ তালুকদার এবং বেজগাতি বাজারে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাসুদ রানা।

জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ড. জান্নাত আরা হেনরী তালুকদার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন, ছোনগাছা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি সহিদুল আলম, বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ছোনগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

সর্বাধিক পঠিত