• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধান বিচারপতির ছুটি, বৈঠকে বসছে বিএনপি

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৪:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মাসের ছুটির বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৈঠকের কথা জানান।

প্রধান বিচারপতির ছুটির বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন, এ নিয়ে আমরা সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বৈঠকে বসবো। দলের সিনিয়র আইনজীবীরাও এতে উপস্থিত থাকবেন। বৈঠক শেষে দলের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে। এ সময় মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে সোমবার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককে আইওয়াশ বলেও দাবি করেন রিজভী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, হাবিবুল ইসলাম হাবীব, মুনির হোসেন, আসাদুল করিম শাহীন, আমিনুল ইসলাম প্রমুখ।

সর্বাধিক পঠিত