• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাজধানীতে মোটরবাইক নামাচ্ছে উবার

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ০১:৪৪
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

ট্যাক্সি সার্ভিসের পর ঢাকায়  মোটরসাইকেল সেবা নামাচ্ছে উবার। শিগগিরই অ্যাপস্‌টিতে ‘উবারমটো’ নামে এ মোটরবাইক সেবা মিলবে বলে জানা গেছে। বর্তমানে মোটরসাইকেল নিবন্ধনের কার্যক্রম চালাচ্ছে উবার। এরপর মোটরবাইক পরিবহন শুরুর ঘোষণা ঘোষণা দেবে উবার কর্তৃপক্ষ। মোটরবাইক সার্ভিসের বিপুল চাহিদা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে উবার। 

ঢাকায় প্রাইভেটকারে উবার ট্যাক্সি সার্ভিস নামায় গত বছরের ডিসেম্বরে। এরপর থেকে ক্রমেই উবারকে দেশি কয়েকটি মোটরসাইকেল রাইড শেয়ারিং অ্যাপসের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়। বর্তমানে মোটরসাইকেল রাইড শেয়ারিং অ্যাপস্‌ ‘শেয়ার এ মোটরসাইকেল (স্যাম) ছাড়াও ‘পাঠাও’, ‘আমার রাইড’ ‘বাহন’সহ কয়েকটি রাইড শেয়ারিং অ্যাপস্‌ চালু রয়েছে।
 
এর মধ্যে পাঠাও বেশ জনপ্রিয়তা পেয়েছে। আগামী সপ্তাহ থেকে ‘শেয়ার এ মোটরসাইকেল (স্যাম) পুরো ঢাকায় আরও বড় পরিসরে নামবে। মোটরসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠান রানারও ‘লেটস-গো’ নামে অ্যাপস্‌ভিত্তিক সেবা চালুর ঘোষণা দিয়েছে। গো-টু টেকনোলজিস্‌ ‘গো-টু’ অ্যাপস্‌ নামাচ্ছে এ মাসেই। ‘ইজিয়ার’ বাইক ও প্রাইভেটকারের রাইড শেয়ারিং অ্যাপস্‌টিরও যাত্রা শুরুর কথা রয়েছে চলতি মাসে।

 

সর্বাধিক পঠিত