• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রোহিঙ্গাদের জন্য মসজিদ নির্মাণ করছে ছাত্রলীগ

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ১৭:১৫
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ শুরু করেছে ছাত্রলীগ। সোমবার সকালে অস্থায়ী মসজিদ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

জেলার বালুখালী ও কুতুপাংল রোহিঙ্গা ক্যাম্পের মধ্যখানে টিভি স্টেশন এলাকায় অস্থায়ী ভিত্তিতে এই মসজিদ নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। বাঁশের বেড়া ও টিনের চালদিয়ে এই মসজিদ নির্মাণ করা হচ্ছে।

এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসেন তানিম, নগর ছাত্রলীগ নেতা বাচ্চুসহ স্থানীয় নেতা-কর্মীরা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ রোহিঙ্গা শরাণার্থীদের সেবায় প্রথম থেকেই নিয়োজিত আছে। একটি মনিটরিং সেল খোলা হয়েছে। রোহিঙ্গাদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাদের স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে কাজ করা হচ্ছে। আর যেহেতু রোহিঙ্গা শরণার্থীদের বেশিরভাগই মুসলমান তাই তাদের নামাযের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে অস্থায়ী মসজিদ নির্মাণ করে দিচ্ছে ছাত্রলীগ।

রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত না যাওয়া পর্যন্ত ছাত্রলীগ তাদের পাশে থাকবে বলেও জানান এস এম জাকির হোসাইন।

সর্বাধিক পঠিত