• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নির্বাচনে মাশরাফির খেলায় কোন প্রভাব পড়বে না

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০১৮, ০০:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ভক্তদের অনেক আশঙ্কা থাকলেও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কারণে বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজার খেলায় কোন প্রভাব পড়বে না বলেই মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

২৭ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড চত্বরে বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, "সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। তার কোয়ালিটি অনেক বেশি। সুতরাং এই ধরনের ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক দিক থেকে যেকোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে পারে। ওকে নিয়ে আমরা চিন্তিত নই, ও খেলতে পারলেই আমাদের জন্য অনেক বড় বিষয়। আর অনুশীলন আছে, নিয়মিত যদি অনুশীলন করে তাহলে আমাদের কোনও সমস্যা হবে না"।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থকদের দ্বিধা-দ্বন্দ্বের জের ধরে মাশরাফিও জানিয়েছেন নির্বাচনে অংশগ্রহণ তার খেলার পারফর্ম্যান্সকে ক্ষতিগ্রস্ত করবে না। বরং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে তারপর নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করবেন মাশরাফি।

সুত্রঃজাগরনীয়া

সর্বাধিক পঠিত