• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৯৯৯ নম্বরে কল : হাইমচরে মেঘনায় জাহাজডুবির পূর্বেই বেঁচে গেলো ৯ শ্রমিক

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০২০, ০৯:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচর উপজেলার মেঘনা নদীতে রোববার দিবাগত রাত আড়াইটায় কয়লার জাহাজ ডুবোচরে আটকা পড়ে এক পাশ দিয়ে জাহাজে পানি প্রবেশ করছিল। এমতাবস্থায় ৯৯৯ নাম্বারে কল দিলে জাহাজ ডুবির পূর্বে বেঁচে গেলো ৯ শ্রমিকের প্রাণ। কল পেয়ে হাইমচর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওহিদুল ইসলাম ও টিমলিডার জিএম আমিরের নেতৃত্বে ও নীলকমল নৌ-পুলিশের সহায়তায় জাহাজের ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। মংলা থেকে ছেড়ে ইলিশা হয়ে ঢাকাগামী কয়লার জাহাজটি হাইমচরে ডুবোচরে আটকে পড়ে। উদ্ধারকৃতরা হলেন : জাহাজের মাস্টার হেলাল উদ্দিন, ড্রাইভার আব্দুস সবুর শেখ, সুকানী নজরুল ইসলাম, গ্রিজার সাইফুল ইসলাম, শরিফুল, লিটন, রিয়াদ ও আঃ রহিম।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, আমাদের কাছে ৯৯৯ নম্বরে কলে সংবাদ আসে মেঘনা নদীতে একটি কয়লাবাহী জাহাজ আটকা পড়েছে। আমরা সেখানে গিয়ে ৯ জনকে জীবিত উদ্ধার করি।

 

 

সর্বাধিক পঠিত