• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিকেল ৪টা থেকেই বন্ধ থাকবে সিএনজি স্টেশন : প্রতিমন্ত্রী

প্রকাশ:  ১৪ মার্চ ২০২৪, ১১:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রমজান উপলক্ষে সিএনজি স্টেশনসমূহ বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ৬ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর আগে জানানো হয়েছিল বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। বুধবার (১৩ মার্চ) বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে, সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের আগে ও পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে।
এছাড়া বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো চালানোর সময় নির্ধারণ করে দেয়া হয়েছে আজকের বৈঠকে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ মৌসুমের জমিতে সেচ দেয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে। তবে রাত ১২টার আগে সেচ দেয়া যাবে না। এর আগে জানানো হয়েছিলো রমজান মাস উপলক্ষে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে। এখন সেটি ৬ ঘণ্টা করা হলো।

সর্বাধিক পঠিত