• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নবনির্বাচিত মেয়রকে চাঁদপুর প্রেসক্লাবের সংবর্ধনা

আপনারা সহযোগিতা করলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো : মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল

প্রকাশ:  ০১ ডিসেম্বর ২০২০, ১৬:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলকে চাঁদপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুর প্রেসক্লাব। গতকাল ৩০ নভেম্বর সোমবার সকাল এগারোটায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াসউদ্দিন মিলন। সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, আমি সবসময় সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। বিশেষ করে আমার নির্বাচনে সাংবাদিকরা আমাকে অসম্ভব রকমের সহযোগিতা করেছেন। আমার অনেক নিউজ তাঁরা ফেসবুক থেকে নামিয়েও দিয়ে দিয়েছেন, আমার বলার অপেক্ষা করেন নি। তাই তাদের পাশে আমি আছি এবং সাংবাদিক বান্ধব হয়ে থাকতে চাই।

মেয়র প্রেসক্লাবের ভবন ঊর্ধ্বমুখী নির্মাণ কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সরকারের উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করেন

মেয়র আরো বলেন, চাঁদপুর পৌরসভাকে একটি নান্দনিক, পর্যটন, বাসযোগ্য ও ব্যবসানির্ভর পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই। আপনারা যারা সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন, তাঁদের প্রত্যেকের কাছে সহযোগিতা চাই। আমি মনে করি, আপনারা সহযোগিতা করলে আমি স্বপ্ন পূরণ করতে পারবো
তিনি বলেন, আপনারা অবশ্যই সমালোচনা করবেন। এমনকি আমার সমালোচনাও সামনাসামনি করবেন। মেয়র বলেন, শহরের যানজট নিরসনে আমরা প্রথমে অবৈধ অটোরিকশাগুলো বন্ধ করে দেবো। এতেও যদি যানজট না কমে, তাহলে বৈধ অটোরিকশাগুলোকে দুই শিফট করবো অথবা ভিন্ন চিন্তা করবো। রাস্তাগুলো প্রশস্ত করার পাশাপাশি বিকল্প রাস্তা করবো। শহরের সৌন্দর্যরূপ শপথ চত্বরটির আকার পরিবর্তন করে এটিকে আরো ফুটিয়ে তোলা হবে।
মেয়র দুঃখ প্রকাশ করে বলেন, চাঁদপুর শহরে একটি বিল্ডিংও নকশা অনুযায়ী করা হয়নি। বিল্ডিংকোড মানা হয়নি। আমি কথা দিচ্ছি, সামনের দিনে একটি বিল্ডিংও পৌরসভার নকশার বাইরে করতে দেয়া হবে না। পৌরসভা কর্তৃক অনুমোদিত নকশার বাইরে কোনো ভবন করা হলে বিল্ডিংকোড অনুুযায়ী ভেঙ্গে ফেলা হবে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, অবকাঠামো উন্নয়ন উপ-কমিটির সদস্য সচিব মুনীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌস, সদস্য মোশারফ হোসেন লিটন, আজীবন সদস্য ডাঃ হারুনুর রশীদ সাগর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একে আজাদ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের
লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদের কোরআন তেলাওয়াত ও চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরীর গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রেসক্লাবের প্রয়াত নেতাদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়
পরে ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে মেয়রকে চাঁদপুর প্রেসক্লাবের অনারারী আজীবন সদস্যপত্র তুলে দেয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক চাঁদপুর বার্তা পরিবার, দৈনিক আলোকিত বাংলাদেশের পক্ষ থেকে সাংবাদিক শওকত আলী এবং প্রেসক্লাবের আজীবন সদস্য আক্তার হোসেন সোহেল ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যসহ বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত