• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির সূচনা

প্রকাশ:  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫
জমির হোসেন ইতালি থেকে
প্রিন্ট

দীর্ঘ দিনের প্রতাশ্যা ও আলোচনা পর শনিবার ভেনিস মেস্ত্রে'র স্হানীয় একটি রেস্টুরেন্টে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা ভেনিস প্রবাসী বাংলাদেশীরা এক আলোচনা সভায় মিলিত হন।ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি গঠনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে তিন জেলার ৯জন সিনিয়র ব্যক্তিকে নিয়ে একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। সভায় সাবজেক্ট কমিটি এক সপ্তাহের মধ্যে বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের মতামত ও যোগ্যতার প্রেক্ষিতে একটি আহবায়ক কমিটি ঘোষণা করবেন। এ উপলক্ষে আগামী রবিবার 10 মার্চ বিকাল ৪টায় মেস্ত্রে বিসমিল্লাহ রেস্টুরেন্টে এক জরুরী সাধারণ সভা আহবান করা হয়েছে। বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সাবজেক্ট কমিটিতে রয়েছেন যথাক্রমে কুমিল্লা জেলার বিশিষ্ট ব্যবসায়ী এ টি এম কামরুজ্জামান,সমাজ সেবক মাহাবুবুর রহমান,ব্যবসায়ী আবদুল কুদ্দুছ চৌধুরী,ব্রাক্ষণবাড়ীয়া জেলার ইতালি আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল,সমাজ সেবক সাইদ হোসাইন, ছিদ্দিকুর রহমান বকুল;চাঁদপুর জেলার বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসাইন, রফিকুল আব্দুল মান্নান প্রমুখ। জরুরী সাধারণ সভায় ভেনিসে বসবাসরত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার সকল বাংলাদেশীদের উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে।

সর্বাধিক পঠিত