• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা

প্রকাশ:  ২০ জুন ২০২২, ১১:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অতিদরিদ্র জনগোষ্ঠির জীবিকায়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য-পুষ্টি সহায়তা প্রদান, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে এসডিজি অর্জনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে কচুয়ায় এসডিএফ আরইএলআই প্রকল্পের এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান এসডিএফ-এর চাঁদপুর শাখার আয়োজনে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহ।
সংস্থার চাঁদপুর জেলা ব্যবস্থাপক মোঃ ইয়াছিনের সভাপতিত্বে ও কচুয়া ক্লাস্টারের অফিসার আলী হুসাইনের পরিচালনায় কর্মশলায় বক্তব্য রাখেন সংস্থার কুমিল্লা আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাছান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মবিন, ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদার প্রমুখ।
জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সুধীজন উক্ত অবহিতকরণ কর্মশালায় অংশগ্রহণ করেন। সংস্থার চাঁদপুর জেলা ব্যবস্থাপক মোঃ ইয়াছিন বলেন, আমরা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে কচুয়া উপজেলার ৬টি ইউনিয়নের ৫০টি গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে কাজ শুরু করেছি।