শাহরাস্তিতে খাদিজা আক্তার নামের কন্যাশিশু নিখোঁজ
শাহরাস্তিতে খাদিজা আক্তার (৫) নামে এক কন্যাশিশু দুদিন ধরে নিখোঁজ রয়েছে। খাদিজা শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ছোটতুলা গ্রামের মোঃ সাব্বির হোসেনের কন্যা।
এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানায় খাদিজা আক্তারের দাদা মোঃ শাহজাহান পাটওয়ারী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নাম্বার ৪৭৪। খাদিজা আক্তারের গায়ের রঙ ফর্সা, মুখম-ল গোলাকার, মাথার চুল ছোট ছোট ও কালো, উচ্চতা ৩ ফুট। নিখোঁজের সময় তার পরনে কালো প্যান্ট ও হলুদ গেঞ্জি ছিলো। শারীরিক গঠন হালকা-পাতলা।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, গত ১১ এপ্রিল (রোববার) বাড়ির আঙিনা থেকে পরিবারের অজান্তে খাদিজা নিখোঁজ হয়ে যায়। নিকটাত্মীয়সহ বিভিন্ন প্রতিবেশীর বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে উপরে উল্লেখিত ঠিকানায় অথবা শাহরাস্তি থানায় যোগাযোগের (+৮৮০১৯১৪০২১৭৫১) জন্যে অনুরোধ করেন খাদিজা আক্তারের বাবা মোঃ সাব্বির হোসেন।