অটোরিকশা কেড়ে নিলো শিশু ময়নার প্রাণ
চাঁদপুর শহরে এমনিতেই অটোরিকশা বেড়ে গেছে। সেই অটোরিকশা দুর্ঘটনায় ময়না নামে পাঁচ বছরের এক শিশুর প্রাণ গেল। গতকাল শনিবার বেলা ১টার সময় ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়েছে বলে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান খান জাহান আলী পাটওয়ারী কালু জানান। শুক্রবার বিকেলে পুরাণবাজার পৌর পানিরট্যাকিং এলাকার রাস্তায় অটোরিকশা এক্সিডেন্ট হয়। এত আহত হয় শিশু ময়না। পরে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি দেখে তাকে চিকিৎসক ঢাকা শিশু হাসপাতালে রেফার করেন।
নিহত শিশুটি চান্দ্রা মদনা গ্রামের মাসুদ আলম গাজীর মেয়ে। চাঁদপুরের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিনা ময়না তদন্তে শিশুর লাশ দাফন করার ব্যবস্থা করেন কালু চেয়ারম্যান।