মতলব উত্তরে অটোবাইকের চাপায় ১ শিশুর মৃত্যু ॥ ঘাতক ড্রাইভার আটক
মতলব উত্তর উপজেলায় অটোবাইকের চাপায় শামীমা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ছেংগারচর পৌরসভার আধুরভিটি গ্রামের সাহেব আলীর মেয়ে শামীমা বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় অটোবাইকটি তাকে চাপা দেয়। ঘাতক ড্রাইভার রেজাউল করিমকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
জানা যায়, চাপা দেয়ার পর অটোবাইকটি ভেঙ্গে একটি রড শামীমার মাথায় ঢুকে যায়। পরে স্থানীয়রা তাকে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্মরত ডাক্তার মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ড্রাইভার রেজাউল করিম (২৭) জনতার হাতে আটক হলে গণধোলাই দিয়ে তাকে মতলব উত্তর থানা পুলিশের কাছে সোপর্দ করে। শামীমার মা কুলসুম বেগম সন্তানের অকাল মৃত্যু সইতে পারছেন না। তিনি ‘আমার সন্তানকে ফিরিয়ে দাও’ বলে চিৎকার করে কাঁদছেন। কুলসুম বেগম জানান, তার ১ ছেলে ও দুই মেয়ের মধ্যে শামীমা সবার ছোট। সে ব্র্যাক স্কুলের ১ম শ্রেণিতে পড়তো। তিনি আরো জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।