ফরিদগঞ্জে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৩
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
ফরিদগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজনকে আটক করেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার কাছিয়াড়া গ্রাম থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে এবং জি.আর. ৩৭/১৭ মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লাউতলী গ্রামের আলী আহাম্মেদের ছেলে দুলাল ও অপর একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী ভুলাচৌ গ্রামের সফিকুল ইসলামের ছেলে মোঃ ওসমানকে আটক করে। পরে তাদের রোববার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামীদেরকে আটক করতে সক্ষম হয়।