আবু ফয়েজ খান চৌধুরী রোটারী জেলা গভর্নর নির্বাচিত
কুমিল্লা সিটি রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ আবু ফয়েজ খান চৌধুরী রোটারী জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ)-এর ২০২১-২০২২ রোটাবর্ষে গভর্নরের দায়িত্ব পালন করবেন।
গত ১ ও ২ ফেব্রুয়ারি সিলেটের কুশিয়ারা ইন্ট্যারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত রোটারী সম্মেলনের দ্বিতীয় দিনে ১৪৮টি রোটারী ক্লাবের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে আবু ফয়েজ খান চৌধুরী রোটারী জেলা গভর্নর নির্বাচিত হন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এমপি।
উল্লেখ্য, রোটাঃ আবু ফয়েজ খান চৌধুরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি স্বপ্নকুটির ডেভলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক। এর পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকা-ের সাথে জড়িত।
রোটাঃ আবু ফয়েজ খান চৌধুরী ২০০৪ সালে ময়নামতি রোটারী ক্লাবের চার্টার সদস্য হিসেবে রোটারী আন্দোলনে যুক্ত হন। পরবর্তীতে তিনি ২০০৯-২০১০ সালে ওই ক্লাবে সভাপতির দায়িত্ব পালন করেন।