সাতক্ষীরা জেলায় এবার ৫৭৭টি মন্ডপে দুর্গাপূজা হচ্ছে
এবার হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গাপূজা জেলার ৮টি থানার ৫৭৭ টি পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে। এ ব্যাপারে ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়কে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করছে। সাথে সাথে জেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সুষ্ঠু ও শান্তিপূর্ণ এ উৎসবে সামিল হচ্ছেন।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, এবার জেলার ৮ টি থানার ৫৭৭টি পূজামন্ডপে সার্বজনীন ও পারিবারিক দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১০৬টি, কলারোয়া উপজেলায় ৪২ টি, তালা উপজেলায় ১৮৫টি, আশাশুনি উপজেলায় ১০৭টি, শ্যামনগর উপজেলায় ৬৪টি, কালিগঞ্জ উপজেলায় ৫২টি ও দেবহাটা উপজেলায় ২১টি পূজামন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। গতবছর জেলায় ৫৫৯ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। জেলা ও উপজেলা প্রশাসন, পুজা উপযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, আওয়ামী-লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ উপায়ে দুর্গাপূজা উদযাপনে সবরকম সহযোগিতা করছেন।
সাতক্ষীরা সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে গুজব ছড়াতে না পারে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত না হতে পারে সেজন্য তারা সতর্ক রয়েছেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/০৯৫৮/নূসী