সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক গ্রেপ্তার
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ১৩:৫৮
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট
নাশকতা ও অগ্নিসংযোগ মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদ মালশাপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে র্পূ্বপশ্চিমকে জানান নাশকতা ও অগ্নিসংযোগের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মুরাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।