কুড়িগ্রামে পুলিশের অভিযানে আটক ৪
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে মাদক বহনকারী ও ওয়ারেন্টভুক্তসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকা থেকে রুবেল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার শরীরে পাঁচশ' গ্রাম গাঁজা বাঁধা ছিল। আটক রুবেল নাটোর জেলার সিংড়া থানার রামানন্দ খাজুরিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
একই সময় উপজেলার আব্দুল্লাবাজার এলাকা থেকে দুই বোতল ভারতীয় এসকাপ সিরাপ সহ নির্মল চন্দ্র (৩৫) নামের অপর যুবককে আটক করে টহল পুলিশ। নির্মল চন্দ্র জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের শশী মোহনের ছেলে। অন্যদিকে ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার ধর্মপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে, ১২১/১৭ নম্বর জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাইয়ুম আলী (৪০) এবং উত্তর কাশিপুর গ্রামের আছর উদ্দিনের ছেলে, ১১৫/১৬ নম্বর জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল কাদের (৩৫)কে আটক করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।