মেহেরপুরে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল
কেন্দ্রীয় আমির, সেক্রেটারী জেনারেলসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সরকারী কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে মিছিলটি কলেজ মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ-সভাপতি জুনায়েদ ইমতিয়াজ, তারিকুল ইসলাম, সহিউল্লাহ সোহাগ, শহর সভাপতি আরিফ শেখ, সরকারী কলেজ সভাপতি কুদরুত ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলাম টিটু, ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক সেফিক মাহমুদ, শাহিদ হাসান, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান সেতু, সদস্য শোভন সরকারসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সরকারী কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করা হয়।