• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাতীবান্ধায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১৩:০২ | আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৩:০৭
রবিউল ইসলাম রবি, লালমনিরহাট
প্রিন্ট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৮৫ পিচ ইয়াবাসহ সুমন ওরফে লিমন(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাউঞ্চিল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সুমন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার হলদিবাড়ী গ্রামের মৃত আহাদ আলীর পুত্র।

এ বিষয়ে হাতীবান্ধা থানা উপ-পরিদর্শক (এসআই) নুর আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার কাউঞ্চিল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৮৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বৃস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত