• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

খালেদার পরোয়ানার প্রতিবাদে মৌলভীবাজারে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ২০:২৭
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারির প্রতিবাদে পুলিশি বাধা উপেক্ষা করে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা সেচ্ছাসেবক দল ও ছাত্রদল। 

বুধবার দুপুরে শহরের সরকারী উচ্চ বিদ্যালয় গেইট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের সেন্ট্রাল রোডে এসে সমাবেশে মিলিত হয়। এসময় পুলিশি বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশি উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি করেন দলীয় নেতৃবৃন্দরা।

এসময় স্বেচ্ছাসেবক দলের ব্যানারে জিএম মুক্তাদির রাজুর সভাপতিত্বে ও সৈয়দ যুবেল আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফয়সল আহমদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নোমান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মামুনসহ অন্যান্যরা।

জেলা ছাত্রদলের ব্যানারে সিলেট বিভাগীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সারওয়ার মজুমদার ইমনের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক আলিম হোসেন মিরু, যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম পিরন, ছাত্রদল নেতা হাফেজ আহমদ মাহফুজসহ অন্যান্যরা।

সর্বাধিক পঠিত