মৌলভীবাজারে শিবিরের মিছিল, আটক ২
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ১৫:৩০
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট
মৌলভীবাজারে হরতালের সমর্থনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর বিক্ষোভ মিছিল থেকে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টায় শহরের পশ্চিমবাজার এলাকা থেকে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে শিবির। মিছিলটি এম সাইফুর রহমান রোড গিয়ে পুলিশি বাধায় শেষ হয়।
এসময় দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন চুনারুঘাট উপজেলার বাবুল মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম ও রাজনগর উপজেলার দুরুদ মিয়ার ছেলে আক্কাছ মিয়া।
মৌলভীবাজার মডেল থানার এসআই লাইলাতুন নাহার জানান, জামায়াত-শিবিরের মিছিল থেকে দুই জনকে আটক করা হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।