পঞ্চগড়ে ছাত্রদলের মিছিলে পুলিশের কিল-ঘুষি
মঙ্গলবার পঞ্চগড়ে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় এক পুলিশ কর্মকর্তা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিককে লাথি, কিল-ঘুষি মেরে আটক করেন। পরে ছাত্রদলের আরো তিন নেতাকর্মীকে আটক করা হয়।
কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা ছাত্রদল আজ শহরের ডোকরোপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে এলে পুলিশ মারমুখী হয়ে ওঠে। পুলিশ সদস্যরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর লাঠিপেটা করে এবং লাথি ও কিল-ঘুষি মারতে থাকে। পুলিশি বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিল থেকে পুলিশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিককে আটক করে। পুলিশ পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো তিন নেতাকর্মীকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন- পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ডাবলু, মো. রুবেল ও ছোট কানন। এদের সবার বাড়ি পঞ্চগড় পৌর এলাকায়।
পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি আবদুল কাদের মাসুম বলেন, মিছিল নিয়ে শহরের শেরে বাংলা মোড় পৌঁছালে কোনো কারণ ছাড়াই পুলিশ লাঠিপেটা ও মারপিট শুরু করে। পরে পুলিশ দোকানপাটে কর্মরতসহ শহরের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ছাত্রদলের তিন নেতাকর্মীকে আটক করে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার চার ছাত্রদল নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে লাঠিপেটার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।