হিলি সীমান্তে ৯ ভারতীয় নাগরিক আটক
হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৬ শিশু ২ নারী ও এক পুরুষকে আটক করেছে বিজিবি। তারা সকলেই ভারতীয় নাগরিক বলে জানা যায়।
সোমবার দুপুরে সীমান্ত অতিক্রম করার সময় ওই ৯ জন ভারতীয় নাগরিকদের আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন, ভারতের উত্তর প্রদেশের বারোলী জেলার চাই থানার বাসাই গ্রামের রাম শরু শিং এর ছেলে চরন শিং, স্ত্রী শিল্পী দেবী, শিশু ২ মেয়ে ক্যারিনা, খুজবু ও ছেলে নিতিং, সচিন। একই এলাকার ওমর গ্রামের নানিলালের স্ত্রী কমলা দেবী, শিশু সন্তান আস্তা ও মেয়ে আরতী। শিশুদের বয়স ১ থেকে ৬ বছরের মধ্যে।
বিজিবি জানায়, দুই মাস আগে তারা অবৈধভাবে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেছিল। তারা জয়পুরহাট জেলার কালাই থানার বলিগ্রামে ভাই এর বাড়ীতে বেড়াতে এসেছিলো। তাদেরকে হাকিমপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।