• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঝালকাঠিতে ইলিশ শিকারের দায়ে দুই জেলের দণ্ড

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৬:৪১
ঝালকাঠি সংবাদদাতা
প্রিন্ট

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিতরা হলেন উপজেলার বড়ইয়া এলাকার ইনছাব আলী সিকদারের ছেলে মো. বাবুল সিকদার (৪৭) ও একই এলাকার মো. খালেক হাওলাদারের ছেলে মো. মনির হাওলাদার (৩২)।

ঝালকাঠি জেলা মৎস কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, সোমবার ভোরে রাজাপুরের বিশখালী নদীতে মৎস বিভাগ ও উপজেলা প্রশাসন অভিযান চালায়। এ সময় দুই জেলেকে আটক করলে তাদের কাছ থেকে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও দশ কেজি ইলিশ উদ্ধার হয়।

দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম আফরোজা বেগম পারুল এ দণ্ড দেন।

জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করে মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান জেলা মৎস কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক।