• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কুড়িগ্রামে ১০৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৬:২০
সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম
প্রিন্ট

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক অভিযানে ১০৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মেরুয়ারপাড় দোলাপাড়া এলাকায় সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এক অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানের নেতৃেত্ব থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, পশ্চিম রামখানা মিস্ত্রিটারী গ্রামের মজিবর রহমানের ছেলে মফিজুল ইসলামকে হাতব্যাগে থাকা ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময় তার সহযোগী পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের নুরুজ্জামান বাংটুর ছেলে আলমগীর হোসেন পালিয়ে যায়। 

অপরদিকে রবিবার রাতে পৌরসভার ফকিরটারি গ্রামে অভিযান চালিয়ে বাবলু মিয়ার ছেলে মমিনুল ইসলামকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

সর্বাধিক পঠিত