বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলো মানিক
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলো বরিশালের মুলাদীর মানিক। ২২ বছরের এই টগবগে তরুণ আরো দুই বন্ধুকে নিয়ে শুক্রবার ছুটির দিন কেরানিগঞ্জের ঝিলপাড়ের কাশবনে ঘুরতে যান। সেখানে সন্ধ্যার আগেই অজ্ঞাত ছিনতাইকারীদের ছুরির আঘাতে জীবন প্রদীপ নিভে যায় মানিকের।
নিহত মানিকের বাবা আব্দুস সালাম বলেন, মানিক তার দুই বন্ধুকে নিয়ে গতকাল শুক্রবার বিকালে কেরানিগঞ্জে বেড়াতে যায়। তার দুই বন্ধু তাকে জানিয়েছে, ছিনতাইকারীদের কবলে পরলে তারা দৌঁড়ে পালিয়ে যায় এবং কিছুক্ষণ পরে সেখানে গিয়ে দেখে ছিনতাইকারীরা মানিকের বুকে ছুরিকাঘাত করেছে।
রক্তাক্ত অবস্থা পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। তবে মানিকের লাশ এখনো মিটফোর্ড হাসপাতালের মর্গেই রয়েছে।
দক্ষিণ কেরানিগঞ্জ থানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।