বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১৬:৪৬
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট
ঝিনাইগাতী সীমান্তে গুলিতে নিহত আশরাফ আলীর (২৫) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে থানা-পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। আরশাফ আলী উপজেলার পাইকুড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
বুধবার বিকেলে তিনি নকসি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন। এখান থেকে তিনি গজনী অবকাশ কেন্দ্রে ঘুরতে যান। এক পর্যায়ে ভুল বশত তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের ১১০১ নম্বর পিলারের নোম্যান্স ল্যান্ড এরিয়ায় গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আশরাফ আলী ঘটনাস্থলেই নিহত হন।