• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিদ্যুতের তারে জড়িয়ে পিডিবি কর্মীর মৃত্যু

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৫:৫৭ | আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৬:০০
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট

শেরপুরের নকলায় বিদ্যুতের লাইন সংস্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পিডিবির এক কর্মী মারা গেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাভা এলাকায় এ ঘটনা ঘটে।
 
নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন আব্দুল হালিম জানায়, দুপুরে জাহিদ হোসেন নামে বিদ্যুৎ বিভাগের মাস্টার রোলে কর্মরত ওই শ্রমিক ৪২০ কেভির লাইন সংস্কার করতে খুঁটির উপরে উঠলে  সে তাৎক্ষণিক বিদ্যুতায়িত হয়ে তারে ঝুলে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা বেলা দুইটায় দিকে তার মৃতদেহটি উদ্ধার করে। 

তিনি আরো জানান, জাহিদ হোসেন নকলা শহরের কুর্শাবাদাগৈড় এলাকার মতিউর মিয়ার ছেলে। আহতদের মধ্যে রনি মিয়া নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএম

সর্বাধিক পঠিত