• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শান্তি ও ঐক্যের পথে অটল থাকতে হবে: জাকের পার্টি চেয়ারম্যান

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ১৮:৫৪
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০১৮ এর কেন্দ্রীয় প্রস্তুতি সভায় বক্তৃতাকালে হযরত শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান ছাহেব বলেন বিশ্ব মানবতার জন্য বিনয়, ভদ্রতা, শৃঙ্খলা, পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, বিনয়, ভদ্রতা, একতা ও শৃঙ্খলা সর্বোপরি মানবতার বিজয়ের বারতা ছড়িয়ে দিয়েছেন। বিরাজমান চরম অনিশ্চিত পরিস্থিতিতে শ্বাশত এ বারতা ধারন করেই শান্তি ও ঐক্যের পথে দ্রঢ় হতে হবে। সারা দেশ থেকে আগত হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সভা মহাসমাবেশে রুপ নেয়।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, বিশ্ব নবীর (সা.) প্রিয় দৌহিত্র ইমাম হাসান (রা.) ও ইমাম হোসেন (রা.) ছাহেবদ্বয়কে নির্মভাবে শাহাদত বরণ করিয়ে অশুভ চক্র যে সীমাহীন ঔদ্ধত্য ও পাষন্ডতা দেখিয়েছে, পরবর্তীতে ওলী আউলিয়াগনের সাথে একইভাবে বেয়াদবী বজায় রেখেছে, তার ফলাফল আজ হাতে নাতে পাচ্ছে। মুহুর্মুহু গগনবিদারী তাকবীর ধ্বনির মধ্যে তিনি আরো বলেন, অশুভ শক্তি যে পথ দিযে হাটে, তার বিপরীত পথে হাটে জাকের পার্টি।

সর্বাধিক পঠিত